মলয় দে নদীয়া:-গঙ্গা পূজার বিসর্জন উপলক্ষে শান্তিপুর গবার চর বটতলা এলাকার মৎস্যজীবী রাজকুমার রায় প্রতিবছরের মতো এবছরও প্রায় ৬০ কেজি মাছের চারা ছাড়লেন গঙ্গায়।
এই কর্মসূচির পরে মৎস্যজীবী রাজু কুমার রায় বলেন, প্রতি বছরই গঙ্গা পূজার বিসর্জনের দিন গঙ্গায় মাছ ছাড়া হয়, প্রত্যেক মৎস্যজীবীর উচিত তার সাধ্যমত ন্যূনতম এক কেজি হলেও গঙ্গাবক্ষে চারা ছাড়া। সারা বছর মৎস্যজীবীরা গঙ্গা বক্ষ থেকে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করেন তার প্রতিদান স্বরূপ সামান্য কৃতজ্ঞতাবোধ থেকে তা প্রত্যেক মৎস্যজীবীর মেনে চলা উচিত। ধর্মীয় আঙ্গিকে দেখলেও পূজিতা গঙ্গা দেবীও সুপ্রসন্ন হন সন্তানসম মাছের বৃদ্ধিতে।
রাজকুমার বাবুর বিনীত আবেদন, গঙ্গা বক্ষ থেকে থেকে ছোট মাছ না ধরার জন্য।
স্থানীয়রা জানান, এখানকার মৎস্যজীবীরা গঙ্গার মাছ ধরে, কিন্তু একমাত্র মৎস্যজীবী রাজ কুমার রায় প্রতিবছর গঙ্গা পূজা উপলক্ষে গঙ্গায় মাছ ছাড়ে। তা দেখে অন্যদের শেখা উচিত । মৎস্যজীবীর এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার স্থানীয়রা।