মলয় দে নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত টেংরিডাঙ্গা অঞ্চলে গঙ্গাভাঙ্গনে দেড় বছর ধরে কাজ শুরু হলেও শ্লথ গতি,পদ্ধতিগত ত্রুটি, কাজের পরিকল্পনার গোপনীয়তা ক্ষোভের সঞ্চার হচ্ছিল গ্রামবাসীর। দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টর কে জানিও মেলেনি সুরহা। তারই নিয়োগকৃত তিন-চারজন তদারক এড়িয়ে যান গ্রামবাসীর প্রশ্নের।
আজ উত্তেজিত গ্রামবাসী কাজ বন্ধের সিদ্ধান্ত নিলে তৈরি হয় মৃদুজটিলতা। অবশেষে শান্তিপুর থানার প্রশাসনের হস্তক্ষেপে সহজ হয় বিষয়টি। গ্রামবাসীর মত অনুযায়ী আগামী বুধবার একটি মিটিংয়ে গ্রামের সকলকে কাজ সম্পর্কে অবহিত করার ব্যবস্থা করা হয় আগামী সোমবার। আপাতত এই দুইদিন বন্ধ থাকছে সমস্ত কাজ। গ্রামবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় সরকারি উদ্যোগে পাড় বাঁধানো কাজের। কিন্তু কন্টাকটার এর কাছ থেকে কাজ বুঝে নেয়ার দায়িত্ব খানিকটা থেকেই যায় তাদের উপর। কারণ সরকারি বাঘের সরকারি কর্মকর্তারা চাকরির কারণে এখানে , কিন্তু গ্রামের মানুষের বাস করতে হবে সারা জীবন তাইবিষয়টি দেখে নেয়ার অধিকার তাদের আছে বলেই জানানো হয় গ্রামবাসীর পক্ষ থেকে।