দেবু সিংহ,মালদা: ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল মালদা জেলা পরিবেশ দূষণ ও প্রতিরোধ কমিটির সদস্যরা।
রবিবার সকালে মালদা শহরের নন্দন পার্ক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর কাকলি কর্মকার ছিলেন মালদা জেলা পরিবেশ দূষণ ও প্রতিরোধ কমিটির সম্পাদক ডাক্তার নারায়ন চন্দ্র সাহা সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রত্যেকবারের ন্যায় এবারও চন্দন পাড় এলাকায় মানিকচক রাজ্য সড়কের পাশে বৃক্ষ রোপন করা হয়। স্থানীয় কাউন্সিলর কাকলি কর্মকার জানান, যে বিশ্ব পরিবেশ দিবস আমাদের এলাকায় মোট ১০০ টি চারা গাছ লাগানো হবে। তবে আজ তার সূচনা। তিনি আরো জানান বিশ্ব পরিবেশ দিবস মালদা জেলা প্রতিরোধ কমিটির সদস্যরা এই বৃক্ষরোপন কর্মসূচী তে এগিয়ে এসেছেন।
তিনি আরও জানান যে বৃক্ষরোপন কর্মসূচী তে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। তাই এই গাছ লাগানো হচ্ছে। এইদিকে মালদা জেলা পরিবেশদূষণ কমিটির সম্পাদক ডাক্তার নারায়ন চন্দ্র সাহা জানান যে প্রত্যেক বছরে ৫ ই জুন আমরা এই বৃক্ষরোপনের সূচি পালন করি। এই বছরও চন্দন পার্ক এলাকায় বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে চারা গাছ লাগানো হচ্ছে।