নদীয়ার কৃষ্ণগরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীদের নিয়ে নমামি গঙ্গে প্রকল্পের কর্মশালা  

Social

 

মলয় দে নদীয়া:- নমামি গঙ্গে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। এটি জলশক্তি মন্ত্রকের অধীনে।

এই বছর থেকে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহরু যুব কেন্দ্র সংগঠন নদীয়া জেলাকে নেহরু যুব কেন্দ্র নদিয়ার অধীনে নমামি গঙ্গে কর্মসূচির অধীনে অন্তর্ভুক্ত করেছে। নদীয়ার বিভিন্ন ব্লক এবং নির্ধারিত ২৭৭টি গ্রামে নমামি গঙ্গে কর্মসূচির অধীনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এ জন্য ৫০ জন যুবক-যুবতীদের নিয়ে একটি স্পিয়ারহেড দল তৈরি করা হয়েছে।

এই স্পিয়ারহেড দলের জন্য ৭দিনের আবাসিক প্রশিক্ষণ শুরু হলো ২রা জুন চলবে ৮ই জুন পর্যন্ত কৃষ্ণনগর ক্যাথেড্রাল চ্যারিটেবল সোশ্যাল সোসাইটিতে (KCCSS)।

উদ্বোধনী অধিবেশনে, অতিথি হিসাবে ছিলেন
সৌমেন দত্ত, সচিব, নদীয়া জেলা পরিষদ,
মহারাজ, শঙ্কর মিশন, কৃষ্ণনগর,দেবাশিস বিশ্বাস, ফরেস্ট রেঞ্জ অফিসার, কৃষ্ণনগর রেঞ্জ,রিজভী শাহনাজ রহমান, জেলা যুব অফিসার, নেহেরু যুব কেন্দ্র, অধ্যাপক বিশ্বজিৎ হালদার, সংস্কৃত বিভাগ এবং এনএসএস প্রতিনিধি, কৃষ্ণনগর মহিলা কলেজ,শ্রীমতী অরুন্ধতী তরফদার, ইংরেজি বিভাগ ও এনএসএস প্রতিনিধি বহু বিশিষ্টজন।

উপস্থিত অতিথিরা বিভিন্ন দপ্তর এবং সংস্থার প্রতিনিধি ছিলেন যাদের নামানি গঙ্গে কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যা প্রশাসন, বনায়ন, সমাজসেবা এবং শিক্ষাবিদদের পাশাপাশি এনএসএস।

এনওয়াইকে নদিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই যুবকরা পরিবেশ রক্ষার জন্য তাদের সর্বোত্তম পরিচয় দেবে এবং নদীয়াতে এই প্রোগ্রামটিকে সফল করতে তাদের এলাকায় গণসচেতনতা তৈরি করবে।

Leave a Reply