মলয় দে নদীয়া :-আজ ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস। ৫ ই জুন পরিবেশ দিবসের প্রাক্কালে এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তবে খুব বেশি আগে থেকে নয়, ২০১৮ সালে পোলিশ প্রফেসর লেসজেক সিবিলস্কি, পোলিশ কমিউনিটির মানুষদের নিয়ে জাতিসঙ্ঘের(UN)কাছে আবেদন জানান এই “বিস্ব সাইকেল দিবস” পালনের জন্য।তুর্কমেনিস্তান সহ অন্যান্য ৫৬ টি দেশে এতে সমর্থন জানায় । অবশেষে সংযুক্ত রাষ্ট্র মহাসভা ২০১৮ সালের এপ্রিল মাসে ঘোষণা করে, ৩রা জুন সারা বিশ্ব জুড়ে পালিত হবে বিশ্ব সাইকেল দিবস।
তবে সাইকেলের ব্যবহার ২০৩ বছর বছর আগে। বিশ্বের প্রথম সাইকেল বানিয়েছিলেন, জার্মান কারিগর ব্যারন কার্ল ভন দ্রাইস ১৮৭১ সালে। এই সাইকেল টির নাম দেওয়া হয়েছিল “ড্যান্দি হর্স” (Dandy Horse)। যার বাংলা আনুবাদ করলে হয় “চমৎকার ঘোড়া” । এটি ছিল কাঠের তৈরি এবং এতে কোন প্যাডেল ছিলো না।পরবর্তিতে
১৮৮৮ সালে আধুনিক সাইকেলের সূচনা হয়। ফ্রান্সের পিয়ের মিশো এবং যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট- এই দু’জন প্রথম প্যাডেল চালিত সাইকেল আবিষ্কার করেন। তবে দু’জনের কে আসল উদ্ভাবক তা কিন্তু আজও সঠিকভাবে জানা যায়নি। যদিও ১৮৬৬ সালের ২০ নভেম্বর পিয়ের লালেমেন্ট সাইকেল উদ্ভাবনের জন্য তাঁর দেশে স্বীকৃতি লাভ করেন। আমাদের দেশে সাইকেল এসেছে স্বাধীনতার পরের বছর ১৯৪৭ সালে।
বিজ্ঞানের প্রভূতি উন্নতি, ব্যাস্ততম জীবনযাত্রায় সময় লাঘবের জন্য, এলো মোটর সাইকেল, ক্রমশ ব্রাত্য হয়ে পড়লো প্যাডেল সাইকেল। পরিবেশ দুষনের কথা মাথায় সরকারী বিভিন্ন বিধিনিষেধ মাথায় রেখে ব্যাটারি চালিত সাইকেল মোটর সাইকেলের পরিবর্তে ধীরে ধীরে স্থান করে নিচ্ছে।
চিকিৎসকের কথা মতন নিরোগ শরীর সতেজ এবং সুস্থ রাখতে সাইকেলই প্রয়োজন।
আজ বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে, বিশ্বের সর্বত্র সাইকেল ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে, প্রচার এবং প্রসার চালাচ্ছেন বিঞ্জান এবং পরিবেশ কর্মী থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। এ রাজ্যেও বিশেষ অনুষ্ঠানের মতন নদীয়ার শান্তিপুরে মিছিল আয়োজিত হয় শান্তিপুর আরোহীর পক্ষ থেকে। বিভিন্ন অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকাল সাতটায় শান্তিপুর পাবলিক লাইব্রেরীর মাঠ থেকে শুরু করে সমগ্র শান্তিপুর পরিক্রমা করে লাগাতার সাইকেল চালানোর মধ্য দিয়ে।