ফলহারিণী আমাবস্যায় পুজো দিতে ভীড় নদীয়ার কৃষ্ণনগরের আনন্দময়ী মায়ের মন্দিরে

Social

প্রীতম ভট্টাচার্য, নদীয়া:  ফলহারিণী আমাবস্যায় পুজো দিতে ভীড় নদীয়ার কৃষ্ণনগরের আনন্দময়ী মায়ের মন্দিরে ।আজকের এই দিনেই যেমন ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরম হংস দেব জগজ্জননী মা সারদা দেবী কে ষোড়শী রূপে পূজা করেছিলেন তেমনি আজকের এই দিনেই পরমেশ্বর শ্রীশ্রী তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবা তার জন্মস্থান গবাটির ভিটা বাড়িতে আজকের দিনেই তিনি ফলহারিণী কালী পূজা আরম্ভ করেন।কৃষ্ণনগর আনন্দময়ী তলায় এই পূণ্য অগনিত মানুষ পুজো দিতে আসেন।

জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী মাতারূপে দেবী কালী পূজিতা হন। জৈষ্ঠ্যমাসের আমাবস্যা তিথিতে এই পজো।পুজো দিতে মন্দিরে মানুষের ভীড় চোখে পড়ার মতো।

Leave a Reply