নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা সারাইয়ে হাত লাগাল স্থানীয় গ্রামবাসীরা

Social

বর্তমান রাজ্য সরকার পথশ্রী প্রকল্প চালু করলেও আজ পর্যন্ত হল না ঢালাই রাস্তা। অভিযোগ বার বার ওই গ্রামেরই গ্রাম প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। যান চলাচল সহ পথচলতি মানুষদের রাস্তা যেন জল কাদায় মাখামাখি হয়ে পথ চলার অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নস্করদিঘী থেকে শীমূলহান্ডা পর্যন্ত দীর্ঘ প্রায় ২কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে সাইকেল বা মোটরসাইকেল আরোহীদের পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার, উল্টেছে টোটো, পড়েছে সাইকেল মোটরসাইকেল আরোহীরা। গ্রামবাসীরা স্থানীয় ওই নস্করদিঘী গ্রামেরই বাসিন্দা পঞ্চায়েত প্রধানকে বার বার জানিয়েও কোলো ফলপ্রসূ হয়নি।গ্রামবাসীরা জানান,  দেখেশুনেও না দেখার ভান করে বার বার এড়িয়ে গিয়েছেন পাঁশকুড়া ১নং পঞ্চায়েতের গ্রাম প্রধান কমলা সন্নিগ্রাহী। এলাকার মানুষদের ক্ষোভ একপ্রকার অযোগ্য অকেজো পাঁশকুড়া ১নং অঞ্চলের গ্রাম প্রধান।

আর সে কারণেই প্রধানের ওপর আর ভরসা না করেই নিজেরাই রাস্তা সম্প্রসারনের কাজে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল একদল নস্করদিঘী গ্রামের একদল যুবকদের। আর তাঁদের সাথে হাতে হাত মেলালেন এলাকার মানুষজন। নিজেরাই চাঁদা তুলে নিজেদের খরচে রাস্তায় ব্যাটস,মোরাম,ইট সহ বিভিন্ন সামগ্রী রাস্তার খানাখন্দে ফেলে ভরাট করে সাময়িক ভাবে সম্প্রসারন করতে দেখা গেল। তাঁদের এমন উদ্যোগ দেখে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা।

Leave a Reply