নিউজ সোশ্যাল বার্তা: ব্যস্ততম জীবন । সবার হাতে এখন মুষ্টিবদ্ধ স্মার্টফোন । এ যুগেও অনেকে আছেন যাদের রং তুলি দিয়ে ছবি আঁকাই ভালোলাগা। তেমনি এক শিল্পী কলকাতার বাসিন্দা তুলিকা বন্দ্যোপাধ্যায় । অংকন এর মধ্যেই একদিন তাঁর আবিস্কার প্রতিনিয়ত ব্যবহারের সবজি, ফল এসবের খোসার যেমন বাহারি রং,তেমনই এগুলোর এক-একটির এক এক রকম টেক্সচার। এদের দিয়ে যদি কিছু শিল্প সৃষ্টি করা যায়!
যদিও এদের স্থায়িত্ব নেই। তবুও সৃষ্টিতে তো আপত্তি নেই।প্রকৃতিও তো আকাশে কতো রঙের ছবি আঁকে। তাদের স্থায়িত্বও তো ক্ষনিকের। সেই ভাবনা থেকেই তাঁর এই খোসাকারি শিল্পের সৃষ্টি।
হঠাৎ এমন ভাবনা কেন ? শিল্পীর কথায় “সাধারণত সবজি বা ফল দিয়ে অনেকে নানান জিনিস তৈরী করেন। কিন্তু আমার মনে হলো, এই গরীব দেশে কতো মানুষ রোজ অনাহারে মরে,তাই সবজি বা ফল দিয়ে শিল্প করে তা নষ্ট করা এক মহাপাপ। তাই আমার এই সৃষ্টিগুলি সবজি ও ফলের ফেলে দেওয়া অংশ, যেমন খোসা,ডাঁটি দিয়ে বানানো”।
শুকনো কলাপাতা দিয়ে বানিয়েছেন- সাঁওতাল দম্পতি..
কমলালেবু, মোচা, কিউই ফলের খোসা আর শাপলা ফুলের ভেতরের অংশ দিয়ে বানানো নাম দিয়েছেন : গুপিগাইন বাঘা বাইন
চিত্রশিল্পী হিসেবে অংকন যে তাঁর বড় প্রিয় । জল রং এর মাধ্যমে এঁকেছেন প্রকৃতির রং ।
নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে শিল্পী কে হাজারো কুর্নিশ ।