মলয় দে নদীয়া:- মুর্শিদাবাদের উদ্দেশ্যে হুগলি থেকে ভাগিরথি জলপথ পেরিয়ে নদীয়ার উপর দিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন পৌর নগর উন্নয়ন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সাথে পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। সকাল থেকেই দলীয় সূত্রে খবর পেয়ে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, বোর্ড অফ কাউন্সিল মেম্বার বিকাশ চন্দ্র সাহা, সুরজিৎ দে কাউন্সিলর অরুণ বসাক, প্রসেনজিৎ দাস, প্রভাত বিশ্বাস, পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর ভবানী হালদার, সংখ্যালঘু নেতৃত্ব রবিউল সেখ সহ বিভিন্ন বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলর উপস্থিত ছিলেন। পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে দুই মন্ত্রী কে শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নদীয়ার শান্তিপুর পূণ্যভূমি যখনই পা রাখি প্রণাম জানাই ।গঙ্গার চরপড়া দীর্ঘদিনের সমস্যা ইতিমধ্যেই বিধায়কের সাথে আলোচনা হয়েছে একপ্রস্থ।
শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ জানান পৌরসভা বিষয়ক আলোচনার জন্য মন্ত্রীর কাছে নির্দিষ্ট দিন সময় নিলাম অতিসত্তর যোগাযোগ করব।
বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, উনারা গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যস্ত রয়েছেন তাই খুব বেশি কথা হয়নি তবে, বেশকিছু উন্নয়নের বিষয় ইতিমধ্যেই আবেদন জমা করা রয়েছে সে বিষয়ে আগামীতে দেখা করতে বললেন।