পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার ধলহরা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলহরা ও মথুরী এই দুটি গ্রামের পাশে রয়েছে রূপনারায়ণ নদীর বাঁধ, ইয়াশ ঝড়ের সময় নদীর জল সেচের ফলে এই বাঁধ ভেঙে কয়েকশো বাড়ি জলের তলায় ডুবে যায়, এর কিছুদিন পর জল নামলে পরিবারের লোকজনের বাড়ি ফিরে এলেও বাঁধ মেরামতির না হওয়ার ফলে প্রতি কটালে নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে আবারো এলাকায় জলে প্লাবিত হয়। ফলে সমস্যায় পড়েন এলাকাবাসিন্দারা। সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল না হওয়ার ফলে মঙ্গলবার তমলুক কোলাঘাট রাস্তা অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দারা পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। পথ অবরোধের ফলে সৃষ্টি হয় যানজটের। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ পুলিশ গিয়ে এলাকা পরিদর্শন করেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান হওয়ার আশ্বাস দিলে এলাকাবাসীরা পথ অবরোধ তোলেন।