অঞ্জন শুকুল,নদীয়া : নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ সীমান্তের মাথাভাঙ্গা নদীতে ভেসে আসা মৃত বাংলাদেশির মৃতদেহটি ফেরানোর ব্যবস্থা করল বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ। গত মাসের ২৮ সেপ্টেম্বরের সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার স্বর্ণখালি দক্ষিণপাড়াঘাটে মাথাভাঙ্গা নদিতে ওই বৃদ্ধের মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিচয় জানার চেষ্টা করে পুলিশ। এরপর ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। মৃতের পরিচয় জানতে বিভিন্ন থানা সহ সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠানো হয়। সেই ছবির সূত্রে ধরে অবশেষে মৃতদেহটি সনাক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম মোঃ ওয়াজেদ আলী (৬৮)। বাড়ি বাংলাদেশের দর্শনার চুয়াডাঙ্গার কামারপাড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে ভারত এবং বাংলাদেশ দুই দেশের প্রশাসনের উপস্থিতিতে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।