গৃহস্থ বাড়ির রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার প্রাপ্তবয়স্ক প্রমাণ সাইজের বিষধর চন্দ্রবোড়া

Social

মলয় দে নদীয়া:- গৃহস্থ বাড়ির রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার প্রাপ্তবয়স্ক প্রমাণ সাইজের বিষধর চন্দ্রবোড়া সাপ।

জানা যায়, সোমবার রাত্রিকালীন শান্তিপুর সুত্রাগড় চর মানিক নগর এলাকার এক গৃহস্থ বাড়ির রান্না ঘরের ভেতরে ওই বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে লক্ষ্য করে গৃহস্থ বাড়ির সদস্যরা, এরপর আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। তড়িঘড়ি ফোন করে বনদপ্তরে, যদিও পরবর্তীতে ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা, এরপর বেশ খানিকটা সময় এর চেষ্টায় ওই বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। যদিও অনুপম সাহা জানান, বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করা হয়েছে এখন তিনি বনদপ্তর এর হাতে তুলে দেবেন। পাশাপাশি গৃহস্থ বাড়ি থেকে জানানো হয়, বিষধর চন্দ্রবোড়া সাপ টিকে দেখামাত্রই আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছিলেন তারা, এখন তাদের রান্নাঘর থেকে বিষধর চন্দ্রবোড়া সাপটি উদ্ধার হওয়ার পরে যথেষ্টই স্বস্তি মিলেছে তাদের। তবে সাপটি প্রাপ্তবয়স্ক প্রমাণ সাইজের হওয়ার কারণে এর বংশধর বাড়ির আশেপাশে থাকতে পারে বলে অনুমান করছেন উদ্ধারকারী অনুপম সাহা। তাই এলাকার সমস্ত গৃহস্থ বাড়ির সদস্যদের সচেতন থাকার বার্তা দেন উদ্ধারকারী অনুপম সাহা।

Leave a Reply