সাইকেলে করে খারদুংলা ! হার না মানা পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলে অক্ষয় 

Social

সোশ্যাল বার্তা :  সাইকেলে খারদুংলা জয় অক্ষয় ভগত এর। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জেলার  প্রত্যন্ত গ্রাম বুরদাতে অক্ষয় এর বাড়ি। প্রাক্তন জাতীয় সেবা প্রকল্পের সদস্য পূর্বে বাল্য বিবাহ রোধের বার্তা নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ৪০১ দিনে ভ্রমণ করেন।

অক্ষয় এর স্বপ্ন ছিল সাইকেলে করে বিশ্বভ্রমন করার কিন্তু করোনা মহামারীতে বেরোতে পারেনি তাই একমাস পূর্বে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বিশ্বভ্রমন এ পৌঁছে গেছে লাদাখের উচ্চতম মোটরগাড়ি চলার রাস্তা খারদুংলা ( ৫৩৫৯ মিটার)।সাইকেলে চেপে এরপর সে যাবে কাশ্মীর হয়ে দিল্লি হয়ে আফ্রিকার উদ্যেশে ।

অক্ষয় জানায় — “মানালির পর রাস্তা কঠিন ছিল , সারচু নামের এক জায়গায় প্রায় ৫কিমি রাস্তা তিন ফুট ধুলো ছিল কিছু দেখা যাচ্ছিল না তারপর একটা কঠিন পাস পেরোতে গিয়ে অক্সিজেন এর অভাব দেখা দেয় শরীর অসুস্থ হয় তখন একটা গাড়িতে লিফট নিয়ে সেই পাস পেরিয়ে নীচে নেমে একটা হোটেল এ বিশ্রাম নেই , সেই লাদাখের ড্রাইভার খুব সহযোগিতা করে , তারপর বিশ্বের দ্বিতীয় উঁচু পাস ট্যাংলাঙলা পেরিয়ে লেহ তে পৌঁছাই। খারদুংলা চড়তে গিয়েও প্রচন্ড অক্সিজেন এর সমস্যা দেখা দেয় যখন উপরে পৌঁছায় তখন সেখানে স্নোফল হচ্ছিল আর ঠান্ডায় প্রচন্ড অবস্থা খারাপ” ।

অক্ষয় তার এই যাত্রা সমর্পিত করেছে করোনা যোদ্ধাদের ও হিরো সোনু সুদ কে । অক্ষয় এর বিশ্বভ্রমন এর জন্য অগ্রিম শুভেচ্ছা ।

Leave a Reply