নদী বাঁচাতে পথে নামল জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা

Social

সোশ্যাল বার্তা:  নদী না বাঁচতে পারলে মানুষের জীবন বিপন্ন হবে তাই নদী বাঁচানোর শপথ নিয়ে পথে নামল জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা। জানা যায় ২২ শে ডিসেম্বর বৃহস্পতিবার নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্বেচ্ছাসেবক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একটি সেমিনারে অংশগ্রহণ করে। মানুষের মধ্যে নদী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি বিদ্যালয় থেকে শুরু হয়ে শরৎপল্লী রেলবাজার তাতলা প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে বিদ্যালয়ের সমাপ্ত হয়।

উল্লেখ্য এই বিদ্যালয়ে গত ১৯শে ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর অবধি চলছে জাতীয় সেবা প্রকল্পের ৭ দিনের স্পেশাল ক্যাম্প।

জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান সাত দিন ধরে বিভিন্ন বিষয়ে কর্মসূচি চলছে। নদী বাঁচানোর জন্য আজ একটি সেমিনার ও পদযাত্রার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান জানান  মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতেই জাতীয় সেবা প্রকল্পের এই উদ্যোগ।

সেমিনারে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের (NYKS) নমামি গঙ্গা প্রজেক্ট এর ডিস্ট্রিক্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত সরকার। তিনি জানান নদী বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র ছাত্রীদের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

Leave a Reply