বড়দিনে বড়ছবি ফুটে উঠল পরিবেশ ভাবনা

Social

নিউজ সোশ্যাল বার্তা: বড়দিনের দিনে  নদীয়া বই মেলায় কৃষ্ণনগর চারুকলার উদ্যোগে ৬ ফুট/ ৬ফুট ক্যানভাসে ১৫ জন শিল্পীর তুলিতে ফুটে উঠলো পরিবেশ বাঁচনোর লড়াই। চারিদিকে যখন গাছকেটে,নদী বুজিয়ে,নদীকে নোংরা করে, গাড়ি ও কলকারখানার ধোঁয়ায় বাতাসে বিষ নিয়ে আমরা প্রতিনিয়ত বেঁচে থাকছি, প্লাষ্টিকে মুড়ে ফেলছি শহরের পরিবেশ, তখন কৃষ্ণনগর চারুকলা সোসাইটির ভাবনায় উঠে এলো এই সৃষ্টিশীল প্রতিবাদ।

এর আগেও তারা পরিবেশ বাঁচানোর বার্তা দিয়েছে সাধারণ মানুষের কাছে। পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষকে আহ্বানও জানিয়েছে । আজ তাদের ভাবনা কিছুটা ব্যতিক্রম। সোসাইটির সদস্য বাপি দাস ও সৈকত কর্মকারের কথায় আমরা আমাদের রং তুলির মাধ্যমে আগামীদিনে সমাজ কে পরিবশ সংক্রান্ত আরো বার্তা দেবো। সোসাইটির অন্যান্য সদস্যরা- রাহুল, সৌমি, রোজি, অর্পন, তরুনিতা, সুতপা,প্রনবেন্দুরা প্রত্যেকেই বলেন এরকম পরিবেশ নিয়ে বড় কাজ করতে পেরে আমরা খুব খুশি।

মেলায় ঘুরতে আসা ছোট থেকে বড় সবাই  সোসাইটির পক্ষ থেকে বড়দিনে এরকম একটা কাজ শীতের সন্ধ্যায় অন্য পরিবেশ সৃষ্টি করেছে, তাদের প্রত্যাশা আগামীদিনে আরও নতুন কিছু দেখতে পাবেন।

বইমেলা কমিটির প্রত্যেকে সোসাইটির এই কর্মকান্ডকে সাধুবাদ জানায়,পরিবেশ নিয়ে এরকম ভাবনা বইমেলাকে আরো রঙীন করে তুললো।

Leave a Reply