মলয় দে নদীয়া : কর্মহীন গৃহ বন্দীদের সরকারি রেশন মানে চাল, আর মাঝে মাঝে বেসরকারি প্রতিষ্ঠানের দু-একবার সহযোগিতা, এই নিয়েই চলছে লকডাউন। আনুষঙ্গিক সাংসারিক নানান খরচের টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন পরিবার প্রধান। সে ক্ষেত্রে শিশুদের জন্য আলাদা কিছু কেনার সামর্থ্য হচ্ছে না! অথচ ছোট ছোট দুধের শিশুরা, বোঝেনা লকডাউন, গৃহবন্দী, পারস্পরিক দূরত্ব এসব। বোঝারও কথা নয়! বায়না চাপা থাকছে, অভিমানের কান্নায়। ঠিক এই সময় কিছু বিত্তবান সহযোগী মনোভাবাপন্ন মানুষদের সাথে, কর্মহীন গৃহবন্দী প্রান্তিক কিছু মানুষের সেতুবন্ধন করিয়ে দেবারব্যবস্থা করেছে শান্তিপুরের সামাজিক সংগঠন “সেতু”। আজ শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে
-বিনামূল্যে খাবারের দোকান বসালো তারা। প্রায় ২০০ জন শান্তিপুরের দুস্থ অসহায় শিশুদের পুষ্টিযুক্ত খাবার বিনামূল্যে প্রান্তিক পরিবারগুলি সংগ্রহ করে এদিন।