নতুনদের পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠছে ইন্ডাস্ট্রি : গায়ক ও সুরকার কৌস্তভ সেন বরাট

Social

শুভজিৎ দত্তগুপ্ত ,কলকাতা :বাংলা সিনেমা ও গানের জগতে নতুনদের জায়গা করেনেওয়া ক্রমেই কঠিন হচ্ছে বলে মন্তব্য করেন সুরকার কল্যাণ সেন বরাটের পুত্র গায়ক ও সুরকার কৌস্তভ সেন বরাট।ক্রমাগত আর্থিক দুরবস্থার মধ্যে চলা এই শিল্প ক্ষেত্রে নতুনদের ওপর ভরসা করতে চাইছেন না বেশীরভাগ প্রযোজনা সংস্থা গুলিই। কৌস্তভ মনে করেন প্রতিভা থেকেও কাজের সুযোগ মিলছেনা অনেক নতুন শিল্পীদেরই। আগেবিনাপারিশ্রমিকেও নতুন শিল্পীরা বিভিন্ন সার্বজনীক মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনের যে প্রচেষ্টা করতে পারতেন করোনা’র ফলে চলে গেছে সেইসুযোগ টুকুও, সমগ্র শিল্পক্ষেত্রে কিছুজনের দাপট ও নতুন শিল্পীদের কাজের অন্তরায়।যে কারণেই প্রতিভা থাকলেও নতুন মুখের অভাব দেখা দিচ্ছে। পাশাপাশি শিল্পীদের শিল্পের খাতিরেই নতুন প্রতিভার সন্ধান করে তাদের দর্শক শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করা উচিত বলেই মনে করেন কৌস্তভ।

কৌস্তভ বলেন ,শিল্পের খাতিরে দল মত নির্বিশেষে সমগ্র শিল্পী সমাজ যখন এক হয়ে কাজ করবে তখনই আসবে নতুন ভোর ,সেই নতুনভোরের অপেক্ষাতেই আছেন তাঁর মতো শিল্পীরা।

Leave a Reply