বিড়ালের জ্বালাতনে অতিষ্ঠ রানাঘাট হাসপাতাল কর্তৃপক্ষ শরণাপন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের
মলয় দে নদীয়া:- রানাঘাট মহকুমা হাসপাতালে বিড়ালের উৎপাতে অতিষ্ঠ হাসপাতালে রোগী থেকে শুরু করে ডাক্তারবাবুরা। এই অবস্থায় হাসপাতালকে বিড়ালমুক্ত করতে উদ্যোগী হল হাসপাতাল কর্তৃপক্ষ। একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিড়াল গুলিকে ধরে উপযুক্ত স্থানে ছেড়ে আসার জন্য।এই ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে দেওয়া হচ্ছে বিড়াল প্রতি দেড়শ টাকা করে। ইতিমধ্যে বেশ কয়েকবার অপারেশন চালিয়েছেন দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এ বিষয়ে রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডা: প্রহ্লাদ অধিকারী আমাদের জানান, এর আগে এই বিড়ালের জন্য হাসপাতালে বদনামের সংবাদ শিরোনামে এসেছিলো, তারপর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে যোগাযোগ করা হয়েছে, সেভাবে কেউ এগিয়ে না আসলেও একটি সংগঠনের সদস্যরা শেষমেষ খরচ বাবদ দেড়শ টাকা করে প্রতি বিড়াল খরচ দিয়ে তাদের উদ্ধার করানো হয়েছে। তবে বিড়ালগুলি যথেষ্ট নিরাপদ জায়গায় একটি গ্রামের মধ্যে রয়েছে নিরাপদে এবং তাদের ওপর নজরদারির জন্য যেমন স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব রয়েছে তেমন হাসপাতাল কর্তৃপক্ষ খেয়াল রাখবে তাদের। যদিও ওই গ্রামের নাম গোপন রেখেছেন সুপার।