সোশ্যাল বার্তা : অশোকনগর প্রেস ক্লাবে শিবা সতকান ক্যারাটে ডু ইন্ডিয়ার তরফ থেকে প্রেস মিট অনুষ্ঠিত হল।সংগঠনটির বয়স ৩৭ বছরের বেশি।বর্তমানে দুইশো উপর শিক্ষার্থী,যার মধ্যে ষাট শতাংশ মহিলা।শিবা সতকান ক্যারাটে ডু ইন্ডিয়া প্রশিক্ষণে ইতিমধ্যে রাজ্য স্তরে পৃথা মল্লিক স্বর্ন পদক এবং ছয়জন ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।স্বর্ন পদক প্রাপ্ত এবং ব্রোঞ্জ পদক প্রাপ্ত সর্ব কনিষ্ঠা রিক্তিকা পাল দুইজনেই চতুর্থ শ্রেনীর ছাত্রী।সংগঠনের তরফ থেকে এদিন বর্তমান সময়ের প্রেক্ষিতে ক্যারাটে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরা হয়।প্রেস মিট করেন অল ইন্ডিয়া চিফ মনোতোষ কর এবং তার সেক্রেটারি বিশ্বরুপ বিশ্বাস।তারা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে নারীদের আত্মরক্ষা এবং সামাজিক মর্যাদা ও শারিরীক ভাবে সুস্থ থাকতে ক্যারাটে শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে মতামত জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের শিক্ষার্থীরা ক্যারাটে প্রদর্শন করেন।এদিনের প্রেস মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এবং জাতীয় স্তরের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।