শেষ হলো জাতীয় সেবা প্রকল্পের ৭ দিন ব্যাপী বিশেষ শিবির

Social

নিউজ সোশ্যাল বার্তা:- মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ই ডিসেম্বর ২০১৯ থেকে ১৮ ই ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ৭ দিন ব্যাপি বিশেষ শিবির। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবছরের বিশেষ শিবিরের মূল থিম ছিল “এক ভারত শ্রেষ্ঠ ভারত”।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক মাননীয় মহঃ রাজীব হাসান মহাশয় যথাক্রমে ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সেবা প্রকল্পের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও এন. এস. এস সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এবছরের আকর্ষনীয় বিষয় ছিল এন.এস. এস-র পক্ষ থেকে ২০২০ সালের ক্যালেন্ডার প্রকাশ। প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক মাননীয় মহঃ রাজীব হাসান, প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক অভিজিৎ ব্যানার্জী, মিঠু লেট, খোকন হালদার প্রমূখ। সকল সদস্য, অতিথি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দদের ক্যালেন্ডার প্রদান করা হয়।

এবছরের ৭ দিনের কর্মসূচির মধ্যে ছিল, প্রতিদিনের নিয়ম করে যোগা ও মেডিটেশন এবং স্বচ্ছ ভারত অভিযান; বাল্যবিবাহ, শিশু পাচার ও সেভ ড্রাইভ, সেভ লাইভ সম্পর্কিত সেমিনার, সচেতনতা শিবির,পদযাত্রা; তামাকজাত দ্রব্য ব্যাবহারের ক্ষতিকারক দিক এবং ডেঙ্গু, ম্যালেরিয়া সম্পর্কিত সেমিনার, পদযাত্রা, বাড়ি বাড়ি সমীক্ষা ও সচেতনতা; বিভিন্ন বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা; আপৎকালীন সচেতনতা শিবির, বৃক্ষরোপন; মেয়েদের জন্য আত্ম সুরক্ষা প্রশিক্ষণ শিবির। প্রতিদিনের যোগা ও মেডিটেশনের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শারীর শিক্ষার শিক্ষক মাননীয় দীনেশ কুমার খাঁড়া ও জয়দ্রত মন্ডল মহাশয়। আত্ম সুরক্ষা প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মাননীয় শুভঙ্কর ঘোষ মহাশয়।

এই বিশেষ শিবিরে এন. এস. এস-র সদস্যসহ সকল শিক্ষক- শিক্ষিকাবৃন্দ যথেষ্ট উৎসাহের সঙ্গে অংশগ্রহন করেন। এমনকি গ্রামবাসীদের সহযোগিতাও ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ন। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা ও তত্ববধানের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের এন. এস. এস- র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয়। বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহাশয় বলেন “বিশেষ শিবিরের আয়োজন আমরা প্রত্যেক বছরই করে থাকি, তবে আমাদের বিদ্যালয়ের এন. এস. এস-র বিভিন্ন কর্মসূচি সম্বলিত ২০২০ সালের ক্যালেন্ডারটি অনেকেরই নজর কেড়েছে”। জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক ব্রততী মন্ডল বলল” ৭ দিনের এই ক্যাম্পে নতুন নতুন বিষয় সম্পর্কে অবহিত হলাম”। অার এক সদস্য মহঃ মুর্শিদ আলম বলল “জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে সমৃদ্ধ লাগছে”।

Leave a Reply