নিউজ সোশ্যাল বার্তা :তখন মাঝ রাত, স্টেশন চত্বরে খুব বেশি লোকজন নেই। কয়েকজন রোজকার মত শয্যার গায়ে ঢোলে আছেন প্ল্যাটফর্ম এই। হঠাৎ চার পাঁচ জনের একটা দল, লাল সাদা জামা পরা, ঠিক যেনো একগুচ্ছ শান্তা নেমে এলো সব আলো করে।
তাদের তৎপরতা দেখে বোঝা গেলো কিছু হতে চলেছে। এবং দেখাও গেলো, স্টেশন এর এক গুচ্ছ না খেয়েই রাত কাটিয়ে দেওয়া মানুষ গুলো কে টেনে টেনে তুলছে, আর স্টেশন এর বাইরে বসিয়ে তাঁদের খাওয়াচ্ছে। অদ্ভুত তৃপ্তি সবার চোখে মুখে।
প্রায় পঞ্চাশ জন কে ওরা ভাত, ডাল, সব্জি, পাপড়, মাংস খাইয়ে তবে ওরা শান্তি পেলো বোধহয়। জানা গেলো ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটির পক্ষ থেকে ওরা আজ ‘শান্তার ইচ্ছে পূরণ’ করতেই স্টেশন চত্বরে। সংস্থার পক্ষ থেকে অনুপ বিশ্বাস বলেন “ওয়েব স্টার সারা বছর জুড়ে বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকে। তেমন ই এটা হলো আমাদের ‘শান্তার ইচ্ছে পূরণ’। আসলে শান্তা আমাদের সবার ইচ্ছে পূরণ করে, কিন্তু তাঁর যে ইচ্ছে টা, অর্থ্যাৎ মানুষের ভালো থাকা টা আজকের এই হানাহানির সময়ে হয়ে উঠছে না। তাই আমাদের মনে হয়েছে, আমাদের সাধ্য মত যেটুকু আমরা পারি, করব, শান্তা ও ভালো থাকুক”।