নদীয়ার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে সাতদিন ব্যপী স্পেশাল ক্যাম্পের উদ্বোধন 

Social

মলয় দে নদীয়া:- আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে সাতদিন ব্যপী এক ‘ Special Camping Programme -2022’ আজ 23.03.2022 বুধবার থেকে শুরু হয়। বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কর্মযোগ বিষয়ক আলোচনার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা ঘটে।

আলোচনায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বামী ভবন্তকানন্দ মহারাজ, শ্রদ্ধেয় শ্রী রামকৃষ্ণ দে মহাশয়, কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ সাহা, দর্শন বিভাগের অধ্যাপক শ্রী সৌমেন পাল মহাশয়। উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির বিশ্ববিদ্যালয় নিযুক্ত সদস্য শ্রী অসিত সরকার মহাশয়। কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস মহাশয় অতিথিবৃন্দের সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনার সূত্রপাত করেন। বক্তারা তাদের বক্তব্যে স্বামীজির আদর্শ, বাণী, কর্মভাবনা নিয়ে অনেক জ্ঞানগর্ভ আলোচনা রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সূচিত হয়েছে কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের আহ্বায়ক ড. মহাপ্রসাদ ঘোষ মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে। সাত দিন ধরে চলবে বিভিন্ন সামাজিক কর্মসূচি ।

Leave a Reply