৮জন বাচ্চা নিয়ে শুরু বছর শেষে ৮০ ছুঁইছুঁই ! নদীয়ার কৃষ্ণনগরে আনন্দের মাধ্যমে শিক্ষাদানে এগিয়ে চলেছে অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান

Social

সোশ্যাল বার্তা:  মাত্র ১বছর আগে ৮জন বাচ্চা নিয়ে শুরু হয়েছিল অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠানটি। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮০ ছুঁইছুঁই । নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সীমান্ত পল্লীতে কৃষ্ণনগর ঐকতান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়।

গতকাল ছিল বিদ্যালয়টির বছর পূর্তি অনুষ্ঠান ও বসন্ত উৎসব । সকাল বেলা ব্যান্ড সহযোগে পতাকা উত্তোলনে সামিল হয় সংগঠনের সদস্যরা। পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি অরিন্দম দেব। মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা।

বিকাল থেকে চলে সংস্থার কঁচি-কাঁচাদের নিয়ে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু হয় পদযাত্রা। বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান শেষে সংগঠনের এক সদস্যর জন্মদিন উপলক্ষ্যে ছোট ছোট তাদের হাতে তুলে দেওয়া হয় কেক, শিক্ষা সামগ্রী ও টিফিন।

সংগঠনের সভাপতি অরিন্দম দেব জানান “এই অল্প সময়ের মধ্যে এত ছাত্র-ছাত্রী হবে আমরা ভাবতে পারিনি। সংগঠনের সদস্য ও কিছু সহৃদয় ব্যক্তির দেওয়া পঠনপাঠনের সামগ্রী থেকেই চলে ওদের শিক্ষাদান । শনিবারে চলে শহরের বিশিষ্ট অঙ্কন শিল্পীদের মাধ্যমে অঙ্কন প্রশিক্ষণ ও রবিবার চলে যোগা প্রশিক্ষকের মাধ্যমে যোগা প্রশিক্ষণ। মাঝে মাঝে বিভিন্ন ওয়ার্কশপ করে নতুন জিনিস শেখানো হয়।

ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে থেকে যে সুপ্ত সম্ভাবনাগুলো আছে সেগুলি বের করে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। যারা কোনোদিন হয়তো মঞ্চেই উঠতে পারবে না, সামনে হয়তো কোনো দিন মাইক পাবে না তাদের জন্যই আমাদের এই কর্মসূচি। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে কৃষ্ণনগর ঐকতান এরব এই অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠানটি “।

Leave a Reply