পূর্ব মেদিনীপুর ৩০০ বছরের পুরোনো পটাশপুরের রাউতাড়া গোপাল জীউ মেলায় করোনার প্রভাব

Social

সোশ্যাল বার্তা:  রীতিমেনে মেলা হলেও করোনা মুক্ত হলে ফের আগের মতো বড়ো করে মেলা হবে আশাবাদী উদ্যোক্তারা।

এবার উৎসবের আবহে থাবা বসিয়েছে করোনা। বাদ পড়েনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রায় ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী রাউতাড়া গোপাল জীউ মেলাও। গ্রামের একজন ব্যক্তি জানান    আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে হঠাৎই এক ৪৫০ বছরের পুরনো বকুল গাছের মধ্য থেকে আবির্ভাব হয় বাবা গোপাল জীউর। তৎকালীন গ্রামের এক বাসিন্দা স্বপ্নাদেশ পান বাবা গোপাল জীউকে ঐ বকুলতলায় প্রতিষ্ঠিত করার। সেইমতো মন্দিরের পুরোহিত মধুসূদন আচার্যের পরামর্শে বকুল তলায় বাবা গোপাল জীউকে প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিদিন সকালে নিত্য পূজা হয় যা আজ রীতিমেনে হয়ে চলেছে।

তৎকালীন সময় গ্রামবাসীদের উদ্যোগে প্রতিবছর পৌষ পার্বণের দিন বাবা গোপাল জীউর কাছে মেলা বসে যা এখনো হয়ে আসছে অন্যান্য বার প্রতিবছর পৌষপার্বণের দিন থেকে বসে জমজমাট মেলা। গোপাল জীউ মাঠে চারদিনব্যাপী ২৪ পহর নাম সংকীর্তন হয়। যেখানে থাকে নরনারায়ন সেবা, বাতাসা হরিলুট, আতশবাজির খেলা, গীতিনাট্য, আসর কীর্তন, যা ঘিরে গ্রামবাসীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ মেলায় দিনগুলোতে আনন্দে মেতে ওঠে। কিন্তু এবার খাঁখাঁ করছে মেলার মাঠ।

রীতিমেনে মেলা হলেও মেলায় তেমন যোগ দিতে পারবেন না সাধারন মানুষ। অন্যান্য বছরের মতো থাকছে না নরনারায়ন সেবা, আতস বাজির খেলা, গীতিনাট্য ,বাউল। শুধুমাত্র নিয়ম-রক্ষার্থেই হবে এই মেলা।

Leave a Reply