চায়নার তৈরি ড্রোন ! ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ

Social

সোশ্যাল বার্তা: ভারত-বাংলাদেশ ( India-Bangladesh ) সীমান্তের কালিয়ানি থেকে পেট্রাপোল থানার পুলিশ উদ্ধার করল একটি ড্রোন (Drone) । ড্রোনটি চায়নার (Chaina ) তৈরি বলে প্রাথমিক অনুমান পুলিসের। তবে ড্রোনটিতে কোনো ক্যামেরা ছিল না।

জানা যায় শনিবার সকালে চাষিরা জমিতে কাজ করতে গেলে এই ড্রোনটি পড়ে থাকতে দেখেন। তারাই খবর দেন স্থানীয় একজন পঞ্চায়েত সমিতির সদস্যকে। ইতিমধ্যে পেট্রোপোল থানার পুলিশের কাছেও খবর পৌঁছে যায়। পুলিশ ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাটি থেকে প্রায় ৩০০ মিটার দূরে বাংলাদেশ। ফলে ড্রোন উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে একটু চাঞ্চল্য দেখা যায়। এলাকার অধিবাসীরা জানান এমন ড্রোন এলাকায় আগে কখনো দেখেননি।
পুলিশের প্রাথমিক অনুমান ড্রোনটি প্রায় পাঁচশ গ্রাম জিনিস বহন করতে সক্ষম। কোথা থেকে ড্রোনটি এল পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে শুরু করে পেট্রাপোল থানার পুলিশ আধিকারিকরা।

শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকরা ড্রোনের মালিকদের ও খুঁজে বের করতে সক্ষম হন । জানা যায় বনগাঁর দুটো বাচ্চা ছেলে ইউটিউব (Youtube) এর জন্য ভিডিও তৈরি করে। গতকাল শুক্রবার রাত ৯টা নাগাদ ছেলে দুটি যখন ড্রোন আকাশে উড়াচ্ছিল তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Leave a Reply