অজয় দে’র প্রয়াণের প্রথম বর্ষে রক্তদান এবং ছাতা প্রদান কর্মসূচি

Social

মলয় দে নদীয়া:- স্বর্গীয় অজয় দে র প্রথম প্রয়ান বার্ষিকীতে শান্তিপুরের”আমরা আমাদের মতন” সামাজিক সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন। যার প্রথম দিনে, তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, এবং শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসারত সমস্ত ধরনের রোগীদের ফল দান এর মধ্য দিয়ে সূচনা হয়েছিল। দুপুরে ইঁটভাটার শ্রমিকদের মধ্যে মধ্যাহ্নের আহার বিতরণ, এবং বৃক্ষরোপণ। আজ দ্বিতীয় দিনে রক্তদান এবং ১০০ জন বাচ্চা এবং বৃদ্ধদের ছাতা প্রদান।

আজ উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য শুভজিৎ দে, কাউন্সিলর পলি গোস্বামী প্রভাথ বিশ্বাস অরুণ বসাক, প্রশান্ত গোস্বামী সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগণ ।সংগঠনের সভাপতি বরুণ চক্রবর্তী, সম্পাদক এবং প্রতিষ্ঠা সদস্য রমাপ্রসাদ ভট্টাচার্য সহ সকল সদস্যবৃন্দ তাদের সংবর্ধিত করার পাশাপাশি, স্মৃতি চারন করা হয় প্রয়াত জননেতা অজয় দে র। প্রয়াত জননেতার বন্ধু স্থানীয়, বেশকিছু গুণী মানুষ উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে তারাও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্মৃতিচারণ করেন প্রয়াত জননেতার।

রামকানাই গোস্বামী স্ট্রিটের ওপর আয়োজিত হয় এক রক্তদান শিবিরের। সেখানে ৩৭ জন রক্ত দান করেন। অঙ্গনারী বিদ্যালয়ের শিশু বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষ এবং বৃদ্ধদের হাতে তুলে দেওয়া হয় ১০০ টি ছাতা। সংগঠনের পক্ষ থেকে বলা হয় রৌদ্র এবং বৃষ্টির সন্ধিক্ষণে ছাতা বিতরণ অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেছে আমাদের সংগঠন। প্রয়াত জননেতার বিভিন্ন রাজনৈতিক এবং ব্যক্তিগত ঘটনাবলী সম্পর্কিত একটি বই প্রকাশিত হয় আজ।

Leave a Reply