মলয় দে নদীয়া:- কথায় আছে “যদি হয় সুজন তেতুল পাতায় দুজন।” নদীয়া শান্তিপুর শ্যামবাজার রাস্তার পাশে এক টুকরো জমিতে চিকিৎসা পরিসেবা দেওয়ার মতো কোনো উপযুক্ত পরিস্থিতি না থাকলেও, তরুণ এক ডাক্তারের উদ্যোগে প্রান্তিক পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতা পরীক্ষার সাথে নানান ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা চলছে তাও আবার বিনামূল্যে।
তবে এক্ষেত্রে সুজন বলতে ডা: সুজন দত্ত। শান্তিপুরের এক পঞ্চায়েত এলাকা বাগদেবীপুরে জন্ম ও বেড়ে ওঠা ডাক্তারি পড়া সবকিছু। বাবা পেশায় কৃষক, অর্থনৈতিক সামর্থ ছিলনা ছেলেকে ডাক্তারি পড়ানোর। আত্মীয়-স্বজন প্রতিবেশীর মধ্য থেকে বেশকিছু সহৃদয় ব্যক্তি তার অদম্য ইচ্ছা এবং পড়াশোনার প্রতি আগ্রহ দেখে এগিয়ে আসে। অবশেষে এমবিবিএস ডিগ্রী প্রাপ্ত হওয়া পর কল্যাণী জে এন এম, এবং গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এর সাথে যুক্ত ছিলেন বেশ কিছু বছর। এরপর শান্তিপুর ব্লকে মেডিকেল অফিসার হিসেবে চিকিৎসায় নিয়োজিত তিনি। সম্প্রতি শান্তিপুর শ্যামবাজারে তার কেনা একটুকরো জমিতে , প্রতিমাসে একদিন করে বিনামূল্যে নানান চিকিৎসা, পরীক্ষা এবং ঔষধ বিতরণ করে থাকেন বিনামূল্যেই।
আজ দ্বিতীয় মাসের রোগীদের ভিড় হওয়ার কারণে তিনি , ডাঃ শিবাজী কর কে আমন্ত্রণ জানান সেই ডাকে সাড়া দিয়ে পৌঁছান তিনিও, এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীর সাফল্য কামনা করেন। তবে তিনি স্থানীয় আই এম এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের উদ্যোগ নিলে বেশকিছু ডাক্তার তাদের সহযোগিতা করতে পারে ফলে উপকৃত হয় বহু প্রান্তিক পরিবার।
ডাঃ সুজন দত্ত বলেন, বসবাসের জন্য কেনা এই জমি এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার অনুকূল পরিবেশ নেই তবুও চেষ্টা করছি আগামীতে পরিকাঠামোগত ভাবে উপযুক্ত করে তোলার।