মলয় দে নদীয়া:- নদীয়ার ধুবুলিয়া বেলপুকুর মাঠে এক ফুটবল টুর্নামেন্টে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক ফুটবল প্লেয়ার।
সূত্রের খবর অনুযায়ী জানা যায় নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের মধ্যে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে কৃষ্ণনগর চৌরাস্তা এলাকায় বাড়ি কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাব এর হয়ে খেলতে আসা ২৭বছর বয়সী দেবজ্যোতি ঘোষ অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকে। তাকে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি দেখে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেয় ধুবুলিয়া হাসপাতালের চিকিৎসকগণ। শক্তিনগর হাসপাতাল পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স এর ভেতরেই তার মৃত্যু হয়।
কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবে ছোট থেকে তাকে অনুশীলন করানো পার্থ বিশ্বাস জানান দেবজ্যোতি এবছর ইস্টবেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার সুযোগ পেয়েছিলো। কৃষ্ণনগর চৌরাস্তায় বাড়ি হলেও বরানগর অ্যাডামাস ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করে। কলকাতা লীগে রানার্সআপ এ প্রতিটা টিমের হয়ে খেলেছে। শুধুমাত্র নাড়ির টানে আজ কলকাতা থেকে কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের হয়ে খেলতে এসেছিলো। অত্যন্ত অভাবী পরিবারের একমাত্র উপার্জন করতো সেই এখন কিভাবে সান্তনা দেব তাও বুঝতে পারছি না এমনটাই জানালেন পার্থ বিশ্বাস।
দেবজ্যোতি মৃত্যুর খবরে শোকোস্তব্ধ হয়ে পড়ে সমগ্র ক্রীড়াজগৎ।