দোল উৎসবে দিঘা ও মন্দারর্মনি সহ প্রভৃতি পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়ল জনতা

Social

সোশ্যাল বার্তা: দোল উৎসবে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ও মন্দারর্মনি সহ প্রভৃতি পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেল এবং সেইসঙ্গে আট থেকে আশি প্রত্যেকে মেতে উঠলেন রঙের খেলায়। দীর্ঘ লকডাউন এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত পর্যটন কেন্দ্র গুলি শূন্য ছিল দোল উৎসব উপলক্ষে কার্যত কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে ।

পর্যটন কেন্দ্র গুলি এতটাই ভীড় যে অনেকে আবার ঘরে আশ্রয় নিলেন দিঘা স্টেশন কেউবা গ্রাম লাগোয়া ভাড়াবাড়ি গুলিতে। জেলা থেকে শহর প্রত্যেকেই দোল উৎসব উপভোগ করছেন দীঘার পর্যটন কেন্দ্র ও সমুদ্র সৈকতে।

অনেকে বলছেন কিছুটা হলেও হোটেলগুলোতে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। সমুদ্রস্নানে প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারিও চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলো ভীড় না থাকলেও দোল উৎসবকে ঘিরে ব্যাপক পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। সমুদ্রস্নানের ক্ষেত্রে কোন পর্যটক যাতে কোনো দুর্ঘটনায় না পড়েন তার জন্য বাড়তি পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এক টানা তিন দিন ছুটি ও সবে মাধ্যমিক পরিক্ষা শেষ হয়েছে ফলে ভীড়ের কারণ এগুলোও বলে জানান পর্যটকরা।

Leave a Reply