চড়ক উৎসবে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা

Social

দেবু সিংহ, মালদা: হিন্দু সমাজের ঐতিহ্য অনুযায়ী চৈত্র মাস হল শিব পার্বতীর বিবাহের মাস । এই মাসেই চোখে পড়ে গাজনের ধুম । গাজনের শেষ দিন অর্থাৎ আজ অনুষ্ঠিত হবে চরক । চরক হল হিন্দুদের উৎসব। কোথায় আছে যে —আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায় —-ছোটবেলার এই ছড়া এখনো এই চৈত্র মাস কে মনে করিয়ে দেয় ৷

তাই পুরাতন মালদা ব্লকের মোহনবাগান ডেল কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হলো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা । বয়স্ক থেকে ছোট শিশুরা সকলে মিলে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। কেউ সাজে শিব ‘ কেউ পার্বতী , কেউবা আবার মা দুর্গা। বিভিন্ন জায়গা থেকে আসে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য গতকাল সন্ধায় ঘরে চরক। এই মোহনবাগান ডেল কমিটির উদ্যোগে আজ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহনবাগান ডেল কমিটির পরিচালনায় আজকের এই ছদ্মবেশী প্রতিযোগিতায় তাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয় ৷এই ছদ্মবেশী নাচ দেখার জন্য বহু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

Leave a Reply