মলয় দে নদীয়া:-নদীয়ার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে রবিবার অনুষ্ঠিত হলো ছাত্র-ছাত্রীদের এক অভিনব কর্মশালা। যেখানে প্রধান বক্তা এবং উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক তথা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সুপার ঈশানি পাল জেলাশাসক শশাঙ্ক শেট্টি। কর্মশালাটি আয়োজন করেছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ।
রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক আশা প্রকাশ করে বলেন আজ জেলার শহর এবং প্রত্যন্ত গ্রাম থেকে আগত ছাত্র-ছাত্রীদের শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে যে তারা অনুপ্রাণিত হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষায় মূলত তথ্যগত বেশ কিছু সমস্যা ছাড়া, খুব বেশি অসুবিধা থাকে না ছাত্র-ছাত্রীদের। তাই এ ধরনের বিভাগের বিশদ আলোচনার সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় এই সংক্রান্ত বিভিন্ন তথ্য। কর্মশালার শেষে ছাত্র-ছাত্রীরাও উৎসাহের সঙ্গে বলেন, অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে নিয়মিত কোচিং এর ব্যবস্থা এবং বিভিন্ন তথ্য পেয়ে তারা উপকৃত।