মলয় দে নদীয়া:- বৃহস্পতিবার ভোরে আলো ফুটতেই অবসান হল পিতৃপক্ষের। পাশাপাশি মহালয়ার পুণ্যলগ্নের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে মাতৃ পক্ষের। আর এই লগ্নেই করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে কাক ভোর থেকেই বৈষ্ণবতীর্থ নদীয়ার নবদ্বীপের অন্যতম রানীরঘাট সহ একাধিক গঙ্গারঘাটে ঘাটে একে একে শুরু হয়ে গেল পূর্ব পুরুষদের উদ্দেশ্যে মহা তর্পণ।
এদিন সকালে নবদ্বীপ রানীরঘাট সহ বড়ালঘাট, পোড়াঘাট,শ্রীবাস অঙ্গন, ফাঁসি তলা এবং শ্রীচৈতন্য জন্মস্থান ঘাটগুলিতে দেখা গেল তর্পণ করতে আসা মানুষের ভিড়। যদিও বিগত বছরের ন্যায় এবছর মানুষের সমাগম অনেকটাই কম। তার পেছনে অন্যতম কারণ যদি হয় করোনা আবহ অন্যদিকে বিশ্বকর্মা পূজো। মহালয়ার দিন বিশ্বকর্মা পূজো হওয়ায় বহু মানুষ তর্পণ করতে আসতে পারেনি। আবার অন্যদিকে ভাবতে গেলে ট্রেন সহ বহু ক্ষেত্রে বিভিন্ন যানবাহন এখনও স্বাভাবিক নয়। ফলে একদিকে করোনা আবহ অন্যদিকে যানবাহন স্বাভাবিক না হওয়ায় এবছর তীর্থভূমির গঙ্গার ঘাটগুলিতে ভিড় সেভাবে চোখে পড়েনি। পুরসভার পুর প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায় । পুরসভার পক্ষ থেকে মাইকে প্রচার করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখুন,মাস্ক ব্যবহার করুন। তবে করোনা আবহে প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে খুশি তর্পণ করতে আসা মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করলেও এক শ্রেণীর মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েই গেছে।