সিনিয়র সিটিজেন কমিটির উদ্যোগে সংকট মোচন বজরংবলী মন্দিরে হনুমান জয়ন্তী পালন

Social

দেবু সিংহ,মালদা : হনুমান জয়ন্তী পালন মন্দিরে। সিনিয়র সিটিজেন কমিটির উদ্যোগে সংকট মোচন বজরংবলী মন্দিরে হনুমান জয়ন্তী পালন। মঙ্গলবার ছিল হনুমান জয়ন্তী। এই উপলক্ষে আয়োজন করা হয় পুজোর।

উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি চন্ডীদাস মিশ্র, সম্পাদক মলয় পাল সহ অন্যান্য সদস্যরা।

মালদা শহরের রামনগর কাচারি বাইপাস সংলগ্ন এলাকায় রয়েছে সংকটমোচন বজরংবলী মন্দির। অবসরপ্রাপ্তদের উদ্যোগে গত চার বছর ধরে হনুমান জয়ন্তী পালন করা হয় মন্দিরে। এবছরও নিয়ম নিষ্ঠার সঙ্গে ঢাক কাঁসর আয়োজন করা হয় বজরংবলী পূজার। দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় অন্য প্রসাদ। উদ্যোক্তারা জানিয়েছেন জেলার মানুষের মঙ্গল কামনা করে হনুমান জয়ন্তীতে বজরংবলী মন্দিরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়।

Leave a Reply