কল্যাণী এইমসে চালু হলো আন্তর্জাতিক মানের নার্সিং ট্রেনিং সেন্টার, বাড়বে কর্মসংস্থান

Social

মলয় দে নদীয়া:- নদীয়া জেলার কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরে গড়ে ওঠা এইমসে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো আন্তর্জাতিক মানের নার্সিং ট্রেনিং সেন্টার। উপস্থিত ছিলেন এমসের সভাপতি প্রফেসর চিত্রা সরকার এবং নার্সিং বিভাগের এডিজি ডক্টর রথীবালা চন্দন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন।

এইমস সূত্রে জানা যায়, এখানে ছমাসের ইন্টার্শিপ সহ চার বছরের কোর্সে প্রতি ব্যাচে ৬০ জন পড়াশোনার সুযোগ পাবে। তবে ই ডাব্লিউ এস রিজার্ভেশন অনুযায়ী তা বেড়ে ৬৪ থেকে ৭২ জন পর্যন্ত হতে পারে পরবর্তীতে। মহিলাদের জন্য থাকছে দুটি ছাত্রীআবাস এবং উন্নত প্রযুক্তির ক্লাসরুম, দেশে-বিদেশে নানা অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। এখান থেকে প্রাপ্ত উর্ত্তীন্ন সার্টিফিকেট বিএসসি অনার্স সমতুল্য বলেই জানা গেছে‌। তবে আইপিডি চালু হতে কিছুটা সময় লাগবে জানা গেছে ৩৫০ থেকে ৪০০ বেডের ব্যবস্থা থাকবে প্রাথমিকভাবে।

এ প্রসঙ্গে ডক্টর রথিবালা চন্দন জানান, দেশের অন্য ৬ টি রাজ্যে এইমসে এ ব্যবস্থা চালু থাকলেও পশ্চিমবঙ্গে এই প্রথম। এর ফলে রাজ্যে চিকিৎসা সংক্রান্ত পড়ুয়া ছাত্র ছাত্রীদের অনেকটাই উপকার হবে বাড়বে কর্মসংস্থানও।

Leave a Reply