নদীয়ার ভীমপুর থানার তৎপরতায় কোটি টাকা মূল্যের বারোটি পাখি উদ্ধার

Social

মলয় দে নদীয়া:- বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় সীমান্তবর্তী এলাকা থেকে আনুমানিক এক কোটি টাকা মূল্যের পাখি উদ্ধার করলো ভীমপুর থানার পুলিশ পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে জন পাচারকারিকে।

নদীয়ার ভীমপুর থানার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মলুয়াপাড়া। এই এলাকার অধিকাংশ জায়গায় এখনও কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব হয়নি। গতরাত্রে একদল যুবককে মলুয়াপাড়া স্কুল সংলগ্ন এলাকায় বসে থাকতে দেখা যায় । কিছুক্ষণ পর যখন পাখি গুলো হাতে নিয়ে মলুয়া পাড়া স্কুল পার হতে যায় তখন পুলিশের চোখে পড়ে এবং তাদের ধরার জন্য পুলিশ আধিকারিকরা এগিয়ে গেলে তারা ওখানেই ফেলে পুকুরের জলে ঝাঁপ দেয়। পরে পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার পুরো পুকুরটা ঘেরাও করে পুকুরে ভেতর নেমে দু’জনকে আটক করে এবং বারোটি পাখি উদ্ধার করে।

আসামি দুজন জানায় কারা যেন মোলুয়া পাড়া বটগাছের নিচে এই পাখিগুলো রেখে যায় এবং সেখান থেকে এই পাখিগুলো এরা নিয়ে এদিকে ওদিকে পাচার করে। এই ঘটনার সাথে আরো কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। অপরাধী দুজনকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।

পাখিগুলো উদ্ধারের পর দেখা যায় দেখা যায় পাখিগুলো মহামূল্যবান ব্লাক ভালচার। উদ্ধারকৃত পাখিগুলোর বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। পাখি কান্ডে গ্রেফতারকৃত আসামিদের নাম হলো আশীষ সিদ্ধা (২৩),অসিত সিদ্ধা (২১)।

বর্ডার সংলগ্ন এলাকা গুলিতে দিনের পর দিন এই সব পাচারের অভিযোগ প্রায় শোনা যাচ্ছে। এলাকাগুলিতে কড়া পাহারা দেয়া হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিকরা।

Leave a Reply