দেবু সিংহ, মালদা: একদিকে করোনা পরিস্থিতি, তার মধ্যে চলছে নির্বাচন। ফলে রক্তদান শিবির নেই বললেই চলে।
এই অবস্থায় এখন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রঙ্কের ভাঁড়ার শূন্য। এদিকে প্রায় ৩ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। রক্ত না হলে তাদের সুস্থ রাখাটাও মুশকিল। এই সঙ্কট দূর করতে বৃহস্পতিবার সন্ধায় এগিয়ে এলেন ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। তাঁরা এদিন সকলে মিলে রক্তদান করেন। ব্লাড ব্যাঙ্কের এক প্রান্তে চলে শিবির। ৬০ জন রক্তদান করেন।
এ প্রসঙ্গে ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল টেকনলোজিস্ট মহম্মদ মুক্তার আলম বলেন, ‘থ্যালাসেমিয়া রোগীদের কথা ভেবে আমরা সব কর্মী মিলে রক্তদান শিবির করি। তাতে করোনা পরিস্থিতিতেও ভালই সাড়া পাওয়া গেছে।’