কল্যাণী এইমসে চালু হলো আন্তর্জাতিক মানের নার্সিং ট্রেনিং সেন্টার, বাড়বে কর্মসংস্থান
মলয় দে নদীয়া:- নদীয়া জেলার কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরে গড়ে ওঠা এইমসে আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো আন্তর্জাতিক মানের নার্সিং ট্রেনিং সেন্টার। উপস্থিত ছিলেন এমসের সভাপতি প্রফেসর চিত্রা সরকার এবং নার্সিং বিভাগের এডিজি ডক্টর রথীবালা চন্দন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন। এইমস সূত্রে জানা যায়, এখানে ছমাসের ইন্টার্শিপ সহ চার বছরের কোর্সে প্রতি […]
Continue Reading