সোশ্যাল বার্তা : হাবরা কলতান অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো গ্রামীণ ডাক্তারদের সম্মেলন। ২৭শে ফেব্রুয়ারি পৌর নির্বাচনের আগে তাদের বিরুদ্ধে যদি অবিচার চলতে থাকে তাহলে তারা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন কিনা ভাবতে হবে বলে সরাসরি হুমকি দিলেন গ্রামীণ চিকিৎসক সংগঠন।
সারা রাজ্যে কয়েক লক্ষ গ্রামীণ চিকিৎসকরা আছেন তাদের অভিযোগ বিভিন্ন রকম ভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিশেষত এমবিবিএস ডাক্তাররা যারা রাত বিরেতে রোগীদের পরিষেবা দিতে অনীহা প্রকাশ করেন। তারাই গ্রামীন চিকিৎসকের বিরুদ্ধে এই চক্রান্তে সামিল হচ্ছেন বলে দাবি গ্রামীণ চিকিৎসকদের। পাশাপাশি মুখ্যমন্ত্রী তাদের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করলেও পর্যন্ত তারা বিভিন্ন দিকে হেনস্তা হচ্ছেন বলে তাদের অভিযোগ। এভাবেই যদি চলতে থাকে আগামী ২৭ তারিখ রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনে তারা অংশ নেবেন না বলে হুমকি দিয়েছেন গ্রামীণ চিকিৎসকদের সংগঠন। হাবড়ার একটি অনুষ্ঠান গৃহে তাদের সম্মেলন চলেছিল। সংস্থার সম্পাদক সমীরন চক্রবর্তী জানান তারা প্রতিদিন রীতিমতো অপমানিত হচ্ছে আর তার জন্যই তাদের এই রকম চরম সিদ্ধান্তে আসতে বাধ্য হচ্ছেন তারা।