মহিষাদলের তেঁতুলবেড়িয়ায় ভোট বয়কটের ডাক গ্রামবাসীর ! এলাকায় বিডিও অফিসের প্রতিনিধি দল

Social

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়ার আগুয়ান পল্লীর বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিলেন। গ্রামবাসীদের অভিযোগ ভোট আসে ভোট যায়। কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান যেন স্বপ্নই থেকে যায়। তাই এবার ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের বাসিন্দারা।

স্থানীয়দের বাসিন্দাদের দাবি, তেঁতুলবেড়িয়া গ্রামের আগুয়ান পল্লী এলাকায় এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া টুকু পর্যন্ত লাগেনি। মূলত উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং তপশিলি অনুন্নত সম্প্রদায় ভুক্ত হওয়ার কারণে ওই এলাকায় কোনরকম সরকারি উন্নয়ন হয়নি বলে অভিযোগ। এলাকায় দীর্ঘদিনের দাবি পানীয় জল এবং ঢালাই রাস্তার। রাজ্য সরকারের তরফ থেকে যেখানে উন্নয়নের জোয়ারের কথা বলা হয় সেখানে আগুয়ান পল্লী এলাকা কার্যত বঞ্চিত উন্নয়ন থেকে। এখনো পর্যন্ত মাটির রাস্তা দিয়েই চলাচল করতে হয় মানুষজনদের। প্রায় ২০ থেকে ২৫ টি বাড়ির জলের ভরসা বেশ কিছুটা দূরে অবস্থিত একটি টিউবওয়েল। কিন্তু সেই টিউবওয়েলে বছরের অধিকাংশ সময়ে জল ওঠে না। ফলে দীর্ঘ দু থেকে তিন কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হয় তাদের। পঞ্চায়েত ভোটের সময় বারবার তাদের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো রকম জল কিংবা ঢালাই রাস্তার ছোঁয়াটুকু লাগেনি। তাই এবার ভোট বয়কটের ডাক দিলেন আগুয়ান পল্লী এলাকার মানুষজনেরা।

ভোট বয়কটের খবর পেয়ে আজ দুপুরেই ওই এলাকায় ছুটে যান বিডিও অফিসের বিশেষ প্রতিনিধি দল। তাদের কাছে পেয়ে কার্যত-বিক্ষোভে ফেটে পড়েন মানুষজনেরা। অবিলম্বে পানীয় জল এবং ঢালাই রাস্তার দাবি তোলেন তারা।

Leave a Reply