কো-অপারেটিভ মার্কেট পক্ষ থেকে বিক্রেতাদের সহযোগিতা

Social

মলয় দে নদীয়া: অনেকেরই একটি ভ্রান্ত ধারণা আছে, এসময় সবজি বিক্রেতা এবং মুদি দোকানদারের আঙ্গুল ফুলে কলাগাছ। কিন্তু সেই যদি অনেক বড় ব্যবসায়ী হয়, তাহলে এক রকম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটে উল্টোটি। ছোট ছোট মুদি দোকান, বা সবজি বিক্রেতারা নিজেদের জীবন বিপন্ন করে, প্রতিমুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে অর্থনৈতিক লেনদেনের সুবাদে জনগণের খুব কাছে আসছেন, এক্ষেত্রে করুণা সংক্রমণের প্রবল সম্ভাবনা।

অন্যদিকে গ্লাস মাস্ক ব্যবহার হাত স্যানিটাইজ করা, ভুলতে বসেছেন কাজের চাপে ভিড়ের মাঝে । অন্যদিকে লড়াই করে বেশি দাম দিয়ে কেনা খাদ্যদ্রব্য বিক্রি করতে গেলে, হাজারো কৈফিয়তের পরে কখনো বা পড়তে হচ্ছে জনরোষের মাঝে। বিশেষত সবজি বিক্রেতাদের অবস্থা আরো শোচনীয়, বিভিন্ন পেশার মানুষ রাস্তার পাশেই সবজি নিয়ে বসে পড়েছেন, ফলে মূল সবজি বিক্রেতারা বিক্রি অভাবে কমে বিক্রি করা অথবা ফেলে দেওয়া ছাড়া অন্য কোন উপায় দেখছেন না। ফলে ঘাটতি হচ্ছে সামান্য পুঁজির। এ কথা ভেবেই গতকাল নদীয়া জেলার ফুলিয়া কো-অপারেটিভ মার্কেট সোসাইটির পক্ষ থেকে সম্পাদক মানিক দে অন্যান্য সদস্যদের সহযোগিতায় এই ধরনের ছোট সবজি বিক্রেতা মুদি দোকানদার দের মাস্ক বিতরণ সহ আর্থিক সহযোগিতা করেন সরাসরি।

Leave a Reply