নদীয়ার কৃষ্ণনগরে অভাবের সংসারের হাল ধরতে বাড়ির সামনেই ফুচকার দোকান দিলো এমএ পাস যুবতী

Social

মলয় দে নদীয়া:- চপ শিল্প নিয়ে নানান সমালোচনা হলেও, ফুচকার দোকান দিয়ে সংসারের হাল ফেরানোর নজির নদীয়ার কৃষ্ণনগরে। তাও আবার শিক্ষিত মহিলার। নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিমপি সাহা এমএ পাস করে দিয়েছেন বহু সরকারি চাকরির পরীক্ষা । কোথাও কোনো সুরাহা মেলেনি চাকরির বিষয়ে। বাধ্য হয়েই বাবার সংসারের হাল ফেরাতে কিছু অর্থ দিয়ে সাহায্য করার জন্য নিজের বাড়ির সামনেই ফুচকার দোকান করে ফুচকা বিক্রি করে চলেছেন তিনি। একে করোনা পরিস্থিতি তার ওপর সংসারের হাল বেহাল তাই বাবাকে সাহায্য করতেই শিমপির এই উদ্যোগ বলে তিনি জানান।

সে গান করতে ভালোবাসে, সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে কয়েক দিন রেওয়াজ করেও তা তুলে রাখতে হয়েছে অর্থ কষ্টের জন্য। তাই নিজের অদম্য ইচ্ছাশক্তিতে সংসারের হাল ফেরাতে তাই এই ফুচকার দোকান করে সংসারে অভাব মেটানোর চেষ্টা করছে সে।রবীন্দ্র সংগীত ,আধুনিক গানের প্রতি দূর্বলতা আছে তার এখনো তবে অর্থাভাবে তা আজ বিলীন হতে চলেছে। অপরদিকে মা নার্ভের রুগী ঔষধ খরচ কিংবা অন্যান্য খরচের জন্য হাতে একদম পয়সা নেই, কোনরকমে চিকিৎসা চলছে। তাই এই ফুচকা ব্যবসা অনেকটাই নির্ভরতা দিচ্ছে সিমপি সাহা কে।

তিনি জানান এই কাজের সুবাদে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন। খুব ভালো ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছেn। আবার এর উল্টোও হচ্ছে। তবে নেগেটিভ দিক নিয়ে একদম ভাবছেন না।

Leave a Reply