মালদায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির

Social

দেবু সিংহ,মালদা: স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে, পুরাতন মালদার সদরঘাট কোট স্টেশন মন্দির প্রাঙ্গণে, মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন ডঃ অমিতাভ মন্ডল উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক মালদা, ডা: সুশান্ত ব্যানার্জি মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টার, অনিল কুমার সাহা জেলা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা, আশিস বাগ রক্তদান আন্দোলনের কর্মী মালদা মিডিয়াম ক্লাব, শুভজিত দাস কর্মকর্তা জাগরণ মালদা প্রমূখ। শিবিরে ২৩ জন রক্তদান করে ।

Leave a Reply