সোশ্যাল বার্তা: করোনা আবহে অনেকটাই কমে গেছে স্বাভাবিক ছন্দে ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো।শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের আবার নতুন করে পাঠদান শুরু হয়েছে।কিন্তু সাধারণ মানুষের জীবন ও জীবিকার স্বাভাবিক ছন্দে ফেরেনি।সেই কারনে আর্থিক অবস্থা বিপন্ন।সেই সাথে শিশু মনের বিকাশ ঘটানোর লক্ষ্যে গতকাল কল্যাণী স্পিনিং মিলের ওয়ার্কার্স ইউনিয়নের পরিচালনায় বার্ষিক শহীদ স্মৃতি রক্ষা কমিটির ব্যবস্থাপনায় ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী দেওয়া হল।উপস্থিত অশোকনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক ধীমান রায়।যিনি বর্তমানে স্পিনিং মিলের ওয়াকার্স ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক গৌতম রায়।