রায়গঞ্জঃ পরিকাঠামোর অভাব তুলে চলতি বছরে স্নাতক স্তরে আসন সংখ্যা বাড়াচ্ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। তবে আগামী শিক্ষাবর্ষে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যা্লয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্তারা জানিয়েছেন, পরিকাঠামোগত সমস্যার কারনে ক্লাস রুমের সংখ্যা কম। এছাড়া শিক্ষককেরও সমস্যা রয়েছে। একারণেই এবার আসন সংখ্যা বাড়ছে না। স্নাতক স্তরে ২১টি বিষয়ে অনার্স পড়ানো হয়। অনার্স ও পাস কোর্স মিলিয়ে মোট আসন সংখ্যা ২২৯৩টি। অনার্স ও পাস কোর্স মিলিয়ে মোট আসন সংখ্যা ৬৮৭টি। আগামী ১০ আগস্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সম্পূর্ন ভর্তি প্রক্রিয়া হবে অনলাইন পদ্ধতিতে। কোনও পড়ুয়াকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে না। ভর্তি ফিও জমা দেওয়া যাবে অনলাইনে। মেধাতালিকার ভিত্তিতে ছাত্রছাত্রীরা ভর্তি হবে।
এবছর স্নাতক স্তরে আসন বৃদ্ধির দাবি উঠেছিল বিভিন্ন ছাত্র সংগঠগনের তরফে। এবার আসন বৃদ্ধির পথে এগচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের জন্য এমনিতেই পরিকাঠামোর অভাব। স্নাতক ও স্নাতকোত্তরে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১২ হাজার। বর্তমানে ক্লাসরুমগুলির আয়তন কম। অনেক পড়ুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করেন। নতুন কয়েকটি ক্লাসরুম নির্মাণের কাজ চলছে। এবছর সেগুলি নির্মাণের কাজ শেষ হবে। তাছাড়া অধ্যাপক অধ্যাপিকার সংখ্যাও কম। ফলে এবছর স্নাতক স্তরে আসন বৃদ্ধি আপাতত বন্ধ থাকছে। আগামী শিক্ষাবর্ষে ক্লাস রুমের সংখ্যা বাড়বে এবং অতিথি অধ্যাপক নিয়োগ করা হতে পারে। তখন আসন বৃদ্ধি করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।