মলয় দে নদীয়া:- বিজ্ঞানের আধুনিক উন্নত প্রযুক্তির চাপে বিলীন হয়ে যাওয়া হস্তচালিত তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফুলিয়ার বীরেন বসাক । অভাবের তাড়নায় মাত্র 14 বছর বয়সেই অসাধারণ জামদানি বুনন শিল্পী হয়ে ওঠেন তিনি, একসময় দুয়ারে দুয়ারে কাপড় বিক্রি থেকে শুরু করে আজ প্রায় পাঁচ হাজার হস্তচালিত তাঁত শিল্পীদের অভিভাবক তিনি। তার এই নিরলস প্রচেষ্টার জন্য কদর করেছেন দেশে-বিদেশের গুণীজনেরা। রাজ্যপাল রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলের অবয়ব বানিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে। দেশ বরন্য দের অসাধারণ শিল্পকর্ম মাঝে মাঝে ফুটে ওঠে তার বুননীর মধ্য দিয়ে। এবারে কি বললে কি কথাটা বিদ্যারদেবী বিদ্যাবতী সরস্বতীর অসাধারণ ফুটিয়ে তুলেছেন হস্তচালিত তাঁতের মাধ্যমে। তবে এবারে তিনি তার এই শিল্প কর্ম উৎসর্গ করেছেন দীর্ঘদিন শিক্ষা থেকে বঞ্চিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। তিনি বলেন, মা স্বরসতীর কাছে একটাই প্রার্থনা, বিদ্যার আলয় খোলা থাকুক শিক্ষার্থীদের জন্য।