নদীয়ার গোয়ালদহে নাবালিকার বিবাহ রুখলো প্রশাসন

Social

মলয় দে নদীয়া:- সন্ধ্যে তখন সবে লেগেছে । গোধূলি লগ্নে সানাইয়ের সুরে আমন্ত্রিতরা আত্মীয়-স্বজনের ভিড়ে আনন্দের পরিবেশ, কৃষ্ণনগরের গোয়ালদহ এলাকার একটি বিবাহ বাসরে। ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণ, সাতপাক শুভদৃষ্টি সবটাই শেষ হয়ে গেছে বাকি শুধু সিঁদুর দান। অন্যদিকে বরযাত্রীদের আপ্যায়ন চলছে। দূরাগত কনেপক্ষ বসেছেন খেতে। হঠাৎই বাড়িতে উপস্থিত কোতোয়ালি থানার পুলিশ, ১৮ বছর হতে মাত্র কয়েক মাস বাকি। মেয়ের বাবা কটা ঘোষ বেশ কয়েক বছর যাবত অসুস্থ, ভালো পাত্র পেয়ে একটু নিশ্চিন্ত হবেন ভেবেই সায় দিয়েছিলেন তিনি। নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানোর মাঝে আসে বিয়ের প্রস্তাব, পরবর্তী অপর এক মেয়ের কথা ভেবে তড়িঘড়ি রাজি হয়ে যান।

মেয়ের বয়স ১৭ বছর এবং ছেলের বয়স ২৪ বছর গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হানা দেয় তার বাড়িতে এবং নাবালিকাকে বিয়ে করার জন্যেই বন্ধ করলো বিয়ে বলে জানালেন প্রশাসন। আগত পুলিশ প্রশাসনের কাছে আত্মীয়-স্বজনদের আর্জি, সরকারি নিয়ম মেনে অবশ্যই বন্ধ রাখছি বিবাহ, কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি অসুস্থ হয়ে গেলে দুই কন্যার জন্য দুশ্চিন্তা তো হয় তাই এই ভুল।

তবে আগামীতে তাদের উপযুক্ত বয়সে বিবাহের সময় প্রশাসনিক সহযোগিতা পেলে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হন তিনি।

Leave a Reply