সংগঠনের উদ্যোগে নবদ্বীপবাসীর জন্য চালু হল টোটো অ্যাম্বুলেন্স ,থাকছে অক্সিজেনের ব্যবস্থাও

Social

মলয় দে, নদীয়া:- রাজ্যজুড়ে যখন করোনার জন্য অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে সংক্রমনের ভয়ে করোনা রোগী ছাড়াও অন্যান্য রোগী অ্যাম্বুলেন্সে নিতে রাজি হননি অ্যাম্বুলেন্স মালিক থেকে চালক ।

আজ থেকে প্রায় ১০ -১২ দিন আগে নবদ্বীপের মনিপুর সংলগ্ন এলাকার এক বাসিন্দার হঠাৎ শরীর খারাপ থাকায় ,অ্যাম্বুলেন্সের দরকার পরে তখন নবদ্বীপের এক সামাজিক সংগঠনের সদস্যকে ফোন করলে তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন ।কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে ফোন করলে দেখা যায় ১০ মিনিটের রাস্তার জন্য ১২০০ টাকা চায় কিন্তু ঐ পরিবারে ১২০০ টাকা দেওয়ার মতো ক্ষমতা না থাকায় ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একটি টোটোতে করে নিয়ে যান হাসপাতালে তারপরই তাদের সবার মাথায় আসে টোটো অ্যাম্বুলেন্সের কথা তারপর তারা বানিয়ে ফেলে একটি টোটো অ্যাম্বুলেন্স ।

টোটো অ্যাম্বুলেন্সে মজুত আছে অক্সিজেনের ক্যান সহ পি পি ই কিট এবং অন্যান্য জরুরি পরিষেবার জিনিস পত্র।
এই অ্যাম্বুলেন্সটি করার জন্য টোটো গাড়িটি ঐ পরিবারেরই একজন সদস্যদান করেন এবং সেটিকে অ্যাম্বুলেন্সে রুপ দিতে খরচ হয় প্রায় ১ লক্ষ টাকা মতো ।

ঐ সংগঠনের এক সদস্য জানান ঐ অ্যাম্বুলেন্সটি বিশেষত রাত্রি বেলায় ১০ টার পর থেকে সকাল ৬ টা পর্যন্ত পাওয়া যাবে । এছাড়াও দিনের বেলাতেও যদি কেও ফোন করেন তবে তারা সেই পরিষেবা পাবেন। সংগঠনের সদস্যরা জানান  এই পরিষেবার জন্য কোনো রকম অর্থ লাগবে না।

Leave a Reply