৩ টি বিষধর কেউটে সাপ উদ্ধার করল শঙ্করপুর বনদপ্তর

Social

মদন মাইতি, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথির মৌতনা গ্রাম থেকে ৩ টি বিষধর কেউটে সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার কাঁথির মৌতনা গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় চার ফুট লম্বা ৩ টি কেউটে সাপ উদ্ধার করে শঙ্করপুর বনদপ্তরের কর্মীরা ।

জানা গেছে বাড়ির মালিক প্রথমে সাপ গুলো দেখে চমকে যান। কিছুটা ভয়ে পেয়ে কি করবেন বুঝে উঠতে না পেরে ডেকে আনেন প্রতিবেশীদের। কেউ কেউ সাপগুলো মেরে ফেলার উদ্যোগ নেয়। কিন্তু এলাকায় পরিবেশ প্রেমী কয়েকজন ব্যক্তি সঙ্গে সঙ্গে খবর দেন শঙ্করপুর বন দপ্তরে।

খবর পেয়ে বন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মী সৌভিক কর, রাম দাস সহ কয়েকজন। তারা এসে সাপটিগুলোকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যান।

Leave a Reply