দেুবু সিংহ,মালদা : মালদা ক্লাবের উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালন।
মঙ্গলবার ভোরে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে আয়োজন করা হয় যোগ শিবিরের।
শতাধিক মহিলা ও পুরুষ একযোগে যোগাভ্যাস করেন।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ক্লাব সদস্য অরুণ সাহা সহ অন্যান্যরা।
এদিন প্রশিক্ষকরা বৃন্দাবনি ময়দানে আগত পুরুষ ও মহিলাদের যোগ অভ্যাস করান।যোগের মাধ্যমে কিভাবে শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয় যোগ শিবিরে।