নদীয়ার চাপড়ায় এগারোটি সারমেয়র মৃত্যু ঘিরে চাঞ্চল্য, এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই যুবক

Social

মলয় দে নদীয়া:- চাপড়া থানার বহিরগাছি এলাকায় গত মঙ্গলবার পয়লা ফেব্রুয়ারি ঝোপে ঝাড়ে বেশ কয়েকটি সারমেয় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরেরদিন লক্ষ্য করা যায় আরো কিছু সারমেয়র মৃত্যু, সংখ্যাটা আপাতত গিয়ে দাঁড়ায় ১১ তে। মৃত বেশ কয়েকটি সারমেয়দের দেহের ক্ষতের চিহ্ন পাওয়া গেলেও স্থানীয় এক মহিলার দাবি খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তাদের। কিছুদিন আগে একটি সারমেয় স্থানীয় এক শিশুসহ বেশ কয়েকজনকে কামড়ানোর ঘটনায় যথেষ্ট সংশয় এর মধ্যে ছিল এলাকাবাসী।

আর এ বিষয়ে স্থানীয় দুই যুবক হযরত বিশ্বাস এবং মিয়া বিশ্বাস তাদের মেরে ফেলার কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। ওই এলাকারই এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তবে এলাকাবাসীরা অনেকেই জানান সারমেয়দের সংখ্যা বৃদ্ধি এবং তাদের দৌরাত্ম্যে ওই এলাকায় বহিরাগত অনেকে এবং অনেক ডেলিভারি বয় ঢুকতে পারতেন না পর্যন্ত। এ বিষয়ে সকলে জানলেও স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এভাবে একের পর এক মৃত্যু মেনে নিতে পারছেন না তারাও।

Leave a Reply